শরীয়তপুর প্রতিনিধি ঃ এখন টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও চট্রগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ইন্ডিপেডেন্ট টেলিভিশনের সাভার প্রতিনিধি রুবেল আহম্মেদ ও যমুনা টেলিভিশনের নরসিংদি প্রতিনিধি আইয়ুব খান এর উপর হামলা এবং বাগেরহাটে দৈনিক ভোরের চেতনা প্রতিনিধি হায়াত উদ্দিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে আজ সোমবার দুপুর ১২টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শরীয়তপুর জেলায় কর্মরত সাংবাদিক ও ইলেকট্রোনিক্স মিডিয়ার ব্যানারে সাংবাদিকরা এক মানববন্ধন কর্মসুচী পালন করেছেন। এ সময় বক্তব্য রাখেন বাসস প্রতিনিধি মোঃ মজিবুর রহমান, আরটিভি শরীয়তপুর প্রতিনিধি মোঃ আবুল হোসেন সরদার, দৈনিক সংগ্রাম প্রতিনিধি কেএম মকবুল হোসেন,এখন টেলিভিশনের প্রতিনিধি কাজী মনিরুজ্জামান, চ্যানেল টুয়েন্টিফোর প্রতিনিধি নুরুল আমীন রবীন ও ইনডিপেনডেন্ট প্রতিনিধি সগির হোসেন। বক্তারা দেশব্যাপী সাংবাদিকদের দায়িত্ব পালন কালে দুর্বৃত্তদের হামলার তীব্রনিন্দা জানান এবং দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দাবী করেন।