শরীয়তপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষন কোর্সেও উদ্বোধন

Social Share Now
শরীয়তপুর প্রতিনিধি ঃ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রম কার্যকর স্বাক্ষরতা ও ব্যবহারিক কার্যক্ষমতা ) শীর্ষক প্রশিক্ষন ( বৃত্তিমূলক পর্যায়ের) কোর্স এর উদ্বোধন করা হয়েছে। জেলার প্রধান শিক্ষক প্রশিক্ষন কেন্দ্র পিটিআইতে আজ বুধবার সকাল ১০টায় এ কোর্সের উদ্বোধন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি পিংকি সাহা। সহাবারী জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী কোর্সে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক প্রশিক্ষন কেন্দ্র পিটিআই এর সুপার মোঃ সেলিম, আরটিভি শরীয়তপুর প্রতিনিধি মোঃ আবুল হোসেন সরদার, কাগদি মাদ্রাসার সুপার মোঃ কামরুজ্জামান, পালং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান। ৩ মাস ব্যাপী এ কোর্সে ২টি ভ্যানুতে মোট ৮০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেছে। এরমধ্যে ঝড়ে পরা শিক্ষার্থী যারা প্রশিক্ষ নিয়ে কর্মদক্ষতা অর্জনের পর বিদেশ গমন করে দক্ষ লোক হিসেকে কাজ করতে আগ্রহী তাদেরকে। আগামী ফেব্রæয়ারীতে এ কোর্স শেষ হবে। এরমধ্যে পালং উচচবিদ্যালয় ও কাগদী মাদ্রাসায় ভ্যানু করা হয়েছে।

Leave a Reply