
শরীয়তপুরে মানব পাচার প্রতিরোধে সিসিটিসি,সিটিভ ও সাংবাদিকদের ভুমিকা শীর্ষক কর্মশালা
শরীয়তপুর প্রতিনিধি ঃ মানব পাচার প্রতিরোধে সিসিটিসি,সিটিভ ও সাংবাদিকদের ভুমিকা শীর্ষক কর্মশালা আজ সকাল ১০টায় শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি এসডিএস প্রশিক্ষন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা আশ্বাশ এর সহযোগিতায় এসডিএস নামক বেসরকারী সংস্থার আয়োজনে এ কর্মশালায় সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সরকারী কর্মকর্তা, বিসিক, সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়। এ দিন ব্যাপী কর্মশালায় প্রশক্ষক হিসেবে ছিলেন আশ্বাশ প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক মোঃ মাজহারুজ্জামান, এসডিএস এর মাইক্রো ফাইন্যান্স প্রকল্পের প্রকল্প পরিচালক বিএম কামরুল হাসান।