আংগারিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হাওলাদার কারাগারে

আংগারিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হাওলাদার কারাগারে

Social Share Now


শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার সহ ১২জন কে একটি হত্যা মামলায় কারাগারে প্রেরণ করেছে আদালত। বৃহস্পতিবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।
মামলার বাদী মনির হোসেন মোড়ল সূত্রে জানাগেছে ,গত ৭নভেম্বর আংগারিয়া ইউনিয়নের পাকার মাথা নামক স্থানে ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা ও আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আনারস প্রতীকের সমর্থকরা নৌকার সমর্থক আঃ রাজ্জাক মোল্যাকে কুপিয়ে গুরুতর জখম করে। প্রথমত আঃ রাজ্জাক মোল্যাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে রোগীর অবস্থা বেগতিক দেখে ঢাকায় প্রেরণ করে। রোগীর স্বজনেরা তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে গত ২৬ নভেম্বর ঐ রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় ৮১ জনকে আসামী করে মনির হোসেন মোড়ল বাদী হয়ে পালং মডেল থানায় একটি খুনের মামলা দায়ের করেন। এ মামলায় আসামীরা উচ্চ আদালতে হাজির হওয়ার পর নিদিষ্ট সময়ের মধ্যে নিম্ম আদালতে হাজির হতে উচ্চ আদালতের বিচারক নির্দেশ দেন। আসামীরা নিদিষ্ট সময়ের মধ্যে নিম্ম আদালতে হাজিরা না দিয়ে পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত। গত বৃহস্পতিবার এ মামলায় হাজিরা দিয়ে জামিনের আবেদন করলে জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান আসামী আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার ,পলাশ খান, মোহসিন হাওলাদার, শাহজাহান হাওলাদারসহ ১২জনের জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন ।
আংগারিয়া ইউনিয়ন পরিষদের নৌকার প্রার্থী আসমা আকতার বলেন, আমার নৌকার সমর্থক আঃ রাজ্জাক মোল্যাকে কুপিয়ে ও পিটিয়ে আনারস মার্কার সমর্থকরা গুরতর আহত করে। পরে সে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ মামলায় আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার ,পলাশ খান, মোহসিন হাওলাদার, শাহজাহান হাওলাদারসহ ১২জনকে জেল হাজতে প্রেরন করেছে আদালত। এ মামলায় সোহেল খান পলাতক রয়েছে।


Leave a Reply