জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের আওয়ামীলীগ ,যুবলীগ ,ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ শুক্রবার সকালে শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক প্রভাবশালী নেতা মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল এর বাসায় এসে সাক্ষাত করেছেন। সেখানে তারা রাজনৈতিক ও সামাজিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। এ সময় রফিকুল ইসলাম কোতোয়াল আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের বার্তা তৃনমূলে পৌছে দিতে এবং ঐক্যবদ্ধ থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।