শায়েখ চরমোনাই সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন। যে সরকার পতন হয়েছে তারা যে লুটপাট করেছে পৃথিবীতে কেউ দেখেনি। দেশ থেকে ১৪ লক্ষ কোটি টাকা পাচার করেছে। প্রত্যেকের মাথায় দেড় লক্ষ টাকা লোন। যে আজ জন্ম নিবে তার মাথায় দেড় লক্ষ টাকা লোন । হাজার সরকার পরিবর্তন হয়। গোটা সংসদ পালিয়ে যায় এ ধরনের নজির নেই। সবাই পালিয়ে গেছে কেউ কথা বলতে পারতেছেনা। সরকার পরিবর্তনের পর সুপ্রিম কোর্টে পুরো বেঞ্চ পরিবর্তন হয়ে যায়,ইউনিভার্সিটির ভিসিরা পদত্যাগ করে পৃথিবীর কোথাও নজির ন্ইে। তারা কোথায় নিয়ে গেছে দেশটাকে ।আওয়ামী ফ্যাসিবাদ সরকার ক্ষমতায় ছিল কিন্ত দেশের জন্য কিছু করতে পারেনি। মানুষের নিরাপত্তা দিতে পারেনি। ৫ আগষ্টের পর একটি দল লুটপাট জমি দখল ও ভাংচুর করেছে তাদেরকে বাংলার মানুষ ক্ষমতায় নিবেনা। আগামীতে কোন ধর্ষনকারী লুটপাট ও চাদাবাজ সন্ত্রাসীদেও মানুষ ক্ষমতায় দেখতে চায় না।
তিনি আজ বিকেলে ইসলামী আন্দোলন শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদমনিার চত্তরে বিকেল ৪টায় এক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেছেন। শরীয়তপুর জেলা শাখার সভাপতি মুফতি মোঃ তোফায়েল আহম্মেদ কাসেমীর সভাপতিত্বে সভায় আরো বকতব্য রাখেন বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কেন্দ্রীয় যুগ্নমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী সচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সাংগঠনিক সম্পাদক ( ফরিদপুর) মাওলানা নুরুল ইসলাম , ইসলামী আন্দোলন শরীয়তপুর জেলা সহসভাপতি এড. মানিক মিয়া ,জয়েন্ট সেক্রেটারী এড হানিফ মিয়া ,জেলার প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা শওকত আলী,জেলা সদস্য আলহাজ হাফেজ মাওলানা কেরামত আলী। পরিচালনা করেন ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারী মুফতি সাইফুল ইসলাম।