শরীয়তপুর প্রতিনিধি \ বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন আমরা যৌক্তিক সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠ ও গ্রহনযোগ্য একটি নির্বাচন চাই। তবে সংবিধানের দোহাই দিয়ে রাজনৈতিকসংকট জিইয়ে রেখে নয়।যৌক্তি সং¯কার করতে যতটুকু সময় লাগবে আমরা ততোটুকু সময় দিব।আমরা তাদেরকে কথা দিয়েছি সংস্কার করতে যে সময় লাগবে তা দিতে রাজি আছি। তিনি বলেন একটা কথা মনে রাখতে হবে ৫ আগষ্টের যে গন অভ্যথান হয়েছে সেটা কোন সংবিধান মেনে হয়নি। আপনারা যে উপদেষ্টা পরিষদ গঠন করে ক্ষমতায় বসেছেন তা ও কোন সংবিধানের আলোকে হয়নি। জনগনের আকাংখ্যার বিপ্লবে হয়েছে। জনগনের আকাংখ্যায় ডঃ মোহাম¥দ ইউনুছ ক্ষমতায় বসেছেন। তাই ৫ আগষ্টের চেতানা কে ধারন করতে হবে। তিনি আজ বেলা ১১টা ৪৫ মিঃ বাংলাদেশ জামাত ইসলামী শরীয়তপুর জেলা রুকন সম্মেলনে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেছেন। শরীয়তপুর জেলা আমীর মাওলানা আ ঃরব হাসেমীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সহসেক্রেটারী জেনারেল এ এইচএম হামিদুর রহমান। এ সভায় বক্তব্য রাখেন বিভিন্ন উপজেলা ও পৌরসভা আমীর ,নায়েবে আমীর, মজলিসে সুরার সদস্য গন। সেক্রেটারী জেনারেল বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের মাত্র ৪দিন আগে জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষনা করেছে। আল্লাহর মেহেরবানীতে ৪দিনের মধ্যে ছাত্র জনতার গন আন্দোলনে ফ্যাস্টি শেখ হাসিনা ছাত্র জনতার রোষের মুখে পদত্যাগ করে গনভবন থেকে হেলিকপ্টারে করে পালিয়ে ভারতে চলে গেছেন। ঐ ফ্যাসবাদের সেবাদাসরা দেশের বাইরে বসে অনেক ষড়যন্ত্র ও চক্রান্ত করছে বর্তমান অর্ন্তবতী সরকারকে উৎখাতের করতে। তিনি বলেন হাইকোর্টের কিছু দলবাজ বিচারপতি অর্ন্তবতী সরকারকে উৎখাতের জন্য সভা করার ষড়যন্ত করেছিল। খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্রজনতা হাইকোর্ট ঘেরাও করে তা নস্যাৎ করে দিয়েছে। ছাত্র জনতা ও দেশপ্রেমিক সেনা বাহিনী সতর্কতার সাথে সেটা মোকাবেলা করেছে। পরওয়ার বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি অবিলম্বে পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন,সিভিল প্রশাসন ও রাস্ট্রীয় গুরুত্বপূর্ন জায়গা গুলো কে সংস্কার করতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না। ্্ইতিহাসের নিষ্ঠুরতম এ ফ্যাসিবাদ রাস্ট্রের সমস্ত অর্গান ও সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধবংস করে দিয়েছে।দলীয় করন ,দুর্নীতি লুটপাট সিন্ডিকেট তৈরী করে এবং গনতন্ত্র মানবাধিকার সংবাদপত্রের স্বাধীনতা সাংবিধানিক অধিকার কে টুটি চেপে বাকশালী কায়দায় ফ্যাসিবাদী শাসনের ঘোষনা দিয়েছিল। আমরা বিশ্বাস করি আল্লাহর অশেষ মেহেরবানিতে যেখানের মাল সেখানে চলে গেছে।