গত ১৮ অক্টোবর টঙ্গী বিশ্ব ইজতেমায় তাবলীগ হকপন্থী জামাতের ওলামাকেরামদের উপর ঘুমন্ত অবস্থায় হামলা করে ৪ জনকে খুন করেছে। এ ঘটনায় বহু লেঅক আহত হয়েছে। এরপর বিভিন্ন এলাকায় এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কওে প্রতবাদ জাননো হয়। বিক্ষোভকারীরা কুনিদেও বিচার দাবী কওে জেলা প্রশাসকদেরওেক স্বারক লিপি পেশ করেন। এরপওওে ও তারা থেমে থাকেনি। তারা বিভিন্ন এলাকায় তাদেও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যায়। এরই প্রতিবাদ ও খুনিদের ফাসি , সাদপন্থী তাবলীগ জামাত বন্ধের দাবীতে শরীয়তপুরে বিভিন্ন রাজনৈতিক দলেল নেতাকর্মীদেও নিয়ে তৌহিদী জনতার ব্যানাওে শরীয়তপুর পৌর অডিটোরিয়ামের সামনে সকাল ১০টায় সমাবেশ করেছেনে। মাওলানা শফি উল্লঅহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বকতব্য রাখেন মাওলানা নাজমুল হাসান। সাব্বির আহম্মেদ, মাওলানা আবু বকর,শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদারসহ অনেকে ওলামায়ে কেরামগন।