ইসলাম বিদ্বেষেী ইস্কন বন্ধের দাবীতে শরীয়তপুরে ওলামা পরিষদের বিক্ষোভ

ইসলাম বিদ্বেষেী ইস্কন বন্ধের দাবীতে শরীয়তপুরে ওলামা পরিষদের বিক্ষোভ

Social Share Now
শরীয়তপুর প্রতিনিধি \ চট্রগ্রামে এডভোকেট সাইফুল ইসলাম আলিফ কে প্রকাশ্য দিবালোকে আদালত পাড়ায় ইসলাম বিদ্বেষেী ইস্কন নামের একটি সংগঠনের সন্ত্রাসীরা কুপিয়ে নির্মম ভাবে হত্যা করায় আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শরীয়তপুরে ওলামা পরিষদের ব্যানারে মুসলিম জনতা পালং উত্তর বাজার মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে । মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। প্রদক্ষিন শেষে শরীয়তপুর পৌর সভা অডিটোরিয়াম মাঠে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন ওলামা পরিষদ শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা আবু বকর ,সাধারনে সম্পাদক মাওলানা মাঈন উদ্দিন, শরীয়তপুর হেফাত ইসলামের আমীর মাওলানা সাব্বির আহম্মেদ, শরীয়তপুর ইসলামীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, মাওলানা সফি উল্লাহ। এ সময় বক্তারা ইস্কনকে আর্ন্তজাতিক জঙ্গী সংগঠন বলে আখ্যায়িত করে অনতি বিলম্বে এ সংগঠনটি বন্ধের জন্য সরকারের প্রতি আহবান জানান। তারা বলেন ইস্কন নামে কোন সংগঠন বাংলাদেশে থাকাবে না। বক্তারা দাবী করে বলেন তৌহিদী মুসলিম এড. সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীকে গ্রেফতার করে ফাসি দেয়ার ব্যবস্থা করতে হবে।

Leave a Reply