চট্রগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে শরীয়তপুরে আইনজীবিদের বিক্ষোভ

চট্রগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে শরীয়তপুরে আইনজীবিদের বিক্ষোভ

Social Share Now
শরীয়তপুর প্রতিনিধি ঃ ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ কে গ্রেফতার করার পর প্রিজন ভ্যান আবরোধ করে ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ কে ছিনিয়ে নেয়ার চেষ্টা কালে সাধারন জনতার প্রতিরোধের মুখে ইসকনদেও সহিত ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে । এক পর্যায়ে চট্রগ্রাম আইনজীবি সমিতির সদস্য এপিপ সাইফুল ইসলাম আলিফ কে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করেছে। এ ঘটনা প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল ১১টায় শরীয়তপুরে শরীয়তপুর জেলা আইনজীবি সমিতির উদ্যোগে শরীয়তপুর কোর্ট চত্তর এলাকায় আইনজীবিরা একটি বিক্ষোভ মিছিল বের করে। এসময় আইনজীবিরা আলিফ কে হত্যাকারী ইসকনের সদস্যদেও অনতি বিলম্বে গ্রেফতার কওে আইনের আওতায় এন শাস্তি দাবী করেন। এ বিক্ষোভ মিি লে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবি সমিতির সদস্য এডয মনিরুজ্জামান খান দিপু, এড রাসেদুল হাসান মাসুম, এড জহিরুল ইসলাম, এড কামরুল ইসলাম,এড শাহাদাত হোসেন এড আঃ খালেক,এড সিরাজুল হক,এড নজরুল ইসলাম,এড জয়নাল আবেদীন, এড শাহ আলম, এড আমিনুল ইসলাম,এড জুলফিকার রহমান,সহ অনেকে।

Leave a Reply