জাজিরায় নজরুল মাদবর হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন

জাজিরায় নজরুল মাদবর হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন

Social Share Now

জাজিরা উপজেলার পশ্চিম আরাচন্ডি গ্রামের নজরুল মাদবরের হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে এলাকাবাসি। রোববার বিকালে জাজিরার আড়াচন্দি মোড়ে ভুক্তভোগী পরিবার সহ এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধনে নজরুল মাদবর হত্যার আসামী বোরহান ও রাজন সহ সকল আসামীকে দ্রæত গ্রেফতার করে বিচার সহ ফাঁসি দাবি করা হয়। গত ১৫ নভেম্বর শরীয়তপুরের জাজিরা পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব আড়াচন্দি গ্রাম নিবাসী নজরুল মাদবর কে পূর্ব শত্রæতার জেরধরে ও মুরগী নিয়ে ঝগরার সূত্রপাত ধরে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়াও তার ছোট ভাই সুমন মাদবর কে কুপিয়ে আহত করা হয়। উক্ত ঘটনার সাথে স্থানীয় বোরহান, রাজন, সালাম, জলিল, মন্নান, আজমির, তাজেল, আবু আলেম আকন, সোহেল শেখ, শাহজাহান ফরাজী, মাহবুব ফরাজী, শাহানুর ফরাজী ও বাদশা জমাদার জড়িত বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। অবিলম্বে সকল খুনিদের দৃষ্টান্ত মূলক সর্বোচ্চ শাস্তি ও ফাসি দাবি করেন লতিফ মাদবরের পরিবার সহ এলাকাবাসী। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহতের মা ফুলজান,বাবা লতিফ মাদবরের ,স্ত্রী কল্পনা বেগমসহ এলাকাবাসি। তারা কান্নায় ভেঙ্গে পড়ে।

Leave a Reply