জাজিরায় বালুতে পুঁতে রাখা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

জাজিরায় বালুতে পুঁতে রাখা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

Social Share Now

শরীয়তপুরের জাজিরায় বালুতে পুঁতে রাখা অজ্ঞাত এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের শিমুলতলার মোল্লাকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ময়না তদন্ত শেষে জাজিরা পৌর কবরস্থানে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হবে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিনগত রাতে শিয়ালের আনাগোনা দেখে স্থানীয়রা দুপুরে খোঁজ নিতে গিয়ে বালুতে চাপাপড়া একটি মানুষের হাত বের হয়ে থাকতে দেখেন। বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে তারা । ময়নাতদন্তে মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় বৃহস্পতিবার ময়না তদন্ত শেষে জাজিরা পৌর কবরস্থানে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হবে বলে ওসি জানায়। ধারণা করা হচ্ছে ৮ থেকে ১০ দিন পূর্বে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করে বালুচাপা দিয়ে রাখে দুর্বৃত্তরা। সুরতহালে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তে কাজ শুরু করে পুলিশ।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বলেন, মরদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বৃহস্পতিবার ময়না তদন্ত শেষে জাজিরা পৌর কবরস্থানে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হবে

Leave a Reply