জাজিরায়  বিদ্যুৎস্পৃষ্টে শরীয়তপুর পল্লীবিদ্যুৎ এর লাইনম্যানের মৃত্যু

জাজিরায় বিদ্যুৎস্পৃষ্টে শরীয়তপুর পল্লীবিদ্যুৎ এর লাইনম্যানের মৃত্যু

Social Share Now
জাজিরায় সংযোগ মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রবিউল ইসলাম (২৪) নামের শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির এক লাইনম্যান মৃত্যু হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দুপুরে জাজিরা উপজেলার দক্ষিণ বাইকশা এলাকায় এ ঘটনা ঘটে। রবিউল ইসলাম ফরিদপুরের দাঙ্গি ইউনিয়নের মোশাউজান এলাকার রফিক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বৈদ্যুতিক সংযোগ মেরামতের কাজ করছিলেন শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির এক লাইনম্যান রবিউল ইসলাম ও তার সহকর্মীরা। এসময় অসতর্কতাবশত রবিউল বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন ।
এ ব্যাপারে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বলেন, রবিউল ইসলাম নামের এক বিদ্যুৎকর্মীর মৃত্যুর খবর পেয়েছি। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন

Leave a Reply