না
শরীয়তপুরের জাজিরায় অবৈধ ভাবে বাংলা ডিএপি সার কিনার অভিযোগে কাজীর হাট বন্দরের এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে জাজিরা উপজেলার কাজির হাট বন্দরের ব্যবসায়ী সোহাগ মাদবর (৩৫) কে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল এ জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, জাজিরা উপজেলার কাজিরহাট বন্দরের ধনিয়া ব্যবসায়ী সোহাগ মাদবর। তিনি বিএ ডিসি ও বি সি আই সির অনুমোদিত ডিলার না হয়ে অবৈধ ভাবে ৪০০ বস্তা সার কিনে ট্রাকে করে কাজীরহাট বন্দরে আনে। স্থানীয় ডিলারদের অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল কাজীরহাট বন্দরে অভিযান পরিচালনা করেন।এ সময় কাজিরহাট বন্দরের ধনিয়া ব্যবসায়ী সোহাগ মাদবর এর ঘরে ৪ শ বস্তা বাংলা ডিএপি সার জব্দ করেন। এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল অবৈধ সার কিনার দায়ে ব্যবসায়ী সোগাহ মাদবরকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত ৪ শ বস্তা সার সরকারী মুল্যে ডিলারদের মাঝে বিতরনের নির্দেশ দেন।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল বলেন, কাজির হাট বন্দরের ব্যবসায়ী সোহাগ মাদবর (৩৫) কে অবৈধ সার রাখার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। জব্দকৃত সার ডিলারদের মাঝে সরকারী মূল্যে বিতরন করা হয়।