শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের ওমর-উদ্দিন মাদবর কান্দি গ্রামে আজান ও খুতবার বিরোধিতাকে কেন্দ্র করে খুন হয়েছেন স্থানীয় বিএনপি নেতা খবির উদ্দিন সরদার (৫৮)। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আজান ও খুতবায় বিরক্ত হয়ে আসছিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আলমাস সরদার (৩০)। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার সন্ধ্যায় কথা কাটাকাটির একপর্যায়ে আলমাস ও তার সহযোগীরা খবির উদ্দিনের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবির উদ্দিন সরদার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আলমাস সরদার ও তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।