জাজিরায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ডাকাত আটক

জাজিরায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ডাকাত আটক

Social Share Now


শরীয়তপুরের জাজিরা উপজেলায় ডাকাতির প্রস্তুতি কালে ৫ ডাকাতকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পালেরচর পদ্মা নদীর তীরবর্তী এলাকা থেকে তাদের আটক করে জাজিরা নৌ-পুলিশ।এসময় তাদের কাছ থেকে একটি স্পিডবোট, ২টি পাইপ গান, ৭টি শিসার তাজা কার্তুজ, ৮ রামদা, ১ দেশীয় দা, একটি স্ক্রু ড্রাইভার, দুটি শাবল, বিভিন্ন মডেলের ২০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।আটককৃতরা হলেন- আবুল বাশার (২২), শাকিল দেওয়ান (২১), আক্তার হোসেন (৩০), ইকবাল মুন্সী (২৮) ও ইয়ামিন(১৯)। তাদের সবার বাড়ি মুন্সিগঞ্জ। জাজিরা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জাজিরা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা জানতে পারে পালেরচর এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে। পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে দেখতে পায় ১৯ জনের একটি ডাকাত দল পদ্মা নদীর পাড়ের কাশবনের ভেতর স্পিডবোট নিয়ে ডাকাতির পরিকল্পনা করছে। তখন তাদের আটকের চেষ্টা করে নৌ-পুলিশ। একপর্যায়ে ডাকাত দল ও নৌ-পুলিশের মধ্যে গোলাগুলি হয়। এ সময় ডাকাতরা পালানোর চেষ্টা করে। এ সময় পাঁচজনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।
জাজিরা থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ডাকাতির প্রস্তুতিকালে পালের চর থেকে ৫ডাকাত কে আটক করা হয়েছে। এ ঘটনায় নৌ পুলিশ বাদী হয়ে জাজিরা থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply