জাজিরায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরনের ঘটনায়  নিহত-২, গ্রেফতার -৩

জাজিরায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরনের ঘটনায় নিহত-২, গ্রেফতার -৩

Social Share Now

শরীয়তপুর প্রতিনিধি। শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারী কান্দি গ্রামে ককটেল বিস্ফোরণে আরো একজন নিহত হয়েছে ।এ নিয়ে নিহত বেড়ে হয়েছে ২ ,আহত ১। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ও নিহতরা সকলেই আঃ কুদ্দুস বেপারীর সমর্থক। এ ঘটনায় এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে জাজিরা থানায় একটি মামলা
হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারি ও স্বেচ্ছাসেবকলীগ নেতা আঃ জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারার নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল । গত শনিবার দিবাগত রাত থেকেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। বৃহস্পতিবার ভোর অনুমান ৪টায় কুদ্দুস বেপারীর চাচাত ভাই সাগর বেপারীর বাড়িতে বাগানের মাঝে একটি নুতন ঘর তুলে সে ঘরের মধ্যে বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায় এলাকাবাসীর। বিকট শব্দ পেয়ে লোকজন এসে দেখেন কুদ্দুস বেপারীর চাচাত ভাই সাগর বেপারীর সদ্য নির্মিত একটি নুতন দোচালা টিনের ঘরটি বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে উড়ে গেছে। ঘওে ও ভিতর শত শত ককটেলের আলামত রয়েছে। আশে পাশে টিনের টুকরো কাঠের টুকরোসহ তাজা ককটেলের আলামত সহ বস্তা ভর্তি ককটেল সাদৃশ্য কৌটা পড়ে আছে। ঘটনাস্থলে রক্ত মাখা সেন্ডেল দেখা গেছে। কিছু দুরে বিলের ধারে রসুন ক্ষেতে সোহান বেপারী (৩২) নামে এক যুবকের লাশ পড়ে আছে। তার দু’হাতের কবজি ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় ।স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জাজিরা থানায় নিয়ে যায়। এ ঘটনায় নবীন সরদার (২৮) ও নয়ন মোল্যা (৩০) , নোমে দুইজন গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়। পরে বিকেলে নবীন সরদার চিকিৎসাধীন অবস্থায় ঢাকাতে মারা যায়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে রুবেল বেপারী , মনির বেপারী ও নয়ন মোল্যাসহ ৩জন কে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে জাজিরা ৫৩ জনের নাম উল্লেখসহ ১৪০-১৫০ জন অজ্ঞাত আসামী করে জাজিরা থানায় একটি মামলা দায়ের করেছে । এলাকায় চরম আতংক বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) মোঃ তানভির হোসেন পিপিএম সেবা বলেন,দুটি বিবাদমান গোষ্টির আধিপত্য নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধকে কেন্দ্র করে মাঝে মধ্যে বোমার বিস্ফোরন ঘটে আসছে। ঈদানিং ২/৪ দিনের মধ্যে কোন উত্তেজনা বা বিরোধ হয়নি। বৃহস্পতিবার ভোর রাতে সাগর বেপারীর বাড়ির একটি ঘরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরিত হয়ে ঘর উড়ে যায় এবং কয়েকজন আহত হয়। তাৎক্ষনিক রসুন ক্ষেতে ১জনের লাশ পাওয়া যায়। পরে ঢাকায় চিকিৎসাধীন আরো ১জন মারাগেছে। এ ঘটনায় পুলিশ ৩জনকে গ্রেফতার করেছে। এ বিষয়ে এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে জাজিরা থানায় একটি মামলা দায়ের করেছে ।

Leave a Reply