জাজিরায় শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টা থানায় মামলা,গ্রেফতার-১

Social Share Now


শরীয়তপুরের জাজিরার কুন্ডেরচর ইউনিয়নের অন্তর্গত সিডারচরে অবস্থিত সুফী জ্ঞান আদর্শ কিন্ডারগার্টেনের এক শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। এতে করে ভিকটিম নিজে বাদী হয়ে সোমবার রাতে জাজিরা থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্ত আসামী কুন্ডেরচর আঃ গনি মল্লিকের কান্দি গ্রামের মৃত নোয়াব আলী মল্লিকের ছেলে মোঃ আনোয়ার মল্লিক(৩৭)কে মঙ্গলবার সকালে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে শরীয়তপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। মামলা করায় ভুক্তভোগী ও তার পরিবারকে অভিযুক্ত মোঃ আনোয়ার মল্লিকের ভাতিজা ও দিলু মল্লিকের ছেলে শাকিল মল্লিক(২২) এবং শান্ত মল্লিক(২৫) অপরিচিত কিছু লোজকজন নিয়ে এসে বিভিন্ন হুমকি-ধামকী দিচ্ছে এবং মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করছে বলে অভিযোগ করেন ভুক্তভুগি। পুলিশ বলছে অভিযোগ পেয়ে মামলা গ্রহণ করেছি । আসামিকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেছি।
মামলার বিবরনে সূত্রে জানা যায়, অভিযুক্ত মোঃ আনোয়ার মল্লিক ভিকটিম শিক্ষিকাকে বিয়ের প্রস্তাব দিলে তাতে তিনি রাজি না হওয়ায় তার উপর ক্ষিপ্ত হয় আনোয়ার। এমনকি ভিকটিম শিক্ষিকার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপপ্রচারও চালায়।সবশেষ ২৭-জুন সোমবার বিকাল আনুমানিক সাড়ে ৩ টায় স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার সময় পথিমধ্যে আঃ গনি মল্লিকের কান্দির মজিবর মল্লিকের পতিত জমিতে ভিকটিম ওই শিক্ষিকাকে পেছন থেকে জড়িয়ে ধরে ধর্ষণের উদ্দেশ্যে শ্লীলতাহানি করে।শিক্ষিকার চিৎকারে আশপাশের লোকজন আসলে খুন করে ফেলার হুমকী দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত মোঃ আনোয়ার মল্লিক।
এ বিষয়ে ভুক্তভোগী কিন্ডারগার্টেনের শিক্ষিকা বলেন, আনোয়ার মল্লিক আমাকে ধর্ষণের চেষ্টা চালায় বিধায় আমি মামলা করেছি। এখন আবার আমাদেরকেই উল্টো বিভিন্ন হুমকি দেয়া হচ্ছে আসামিদের পক্ষ থেকে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আমরা অভিযোগ পেয়ে মামলা গ্রহণ করেছি এবং আসামিকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেছি।

Leave a Reply