শরীয়তপুর জাজিরা উপজেলার আড়াচন্ডি মোড় নামক এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় কাঞ্চনমালা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহত বৃদ্ধা জাজিরার মূলনা ইউনিয়নের জয়সাগর এলাকার আঃ হাকিম মাদবরের স্ত্রী।
সোমবার(২০-জুন) সকালে নিহত কাঞ্চনমালাসহ কয়েকজন হাটাহাটি করতে বের হলে সকাল ৬ টার সময় জাজিরা আড়াচন্ডি মোড়ের কাছে ঘাতক মোটর সাইকেলটি পেছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের ছেলে মো. লিটন মাদবর জানায়, মা সকালে আরো কয়েক জনের সাথে হাটাহাটি করতে বেড় হয়েছিল। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে চলে আছি
সেখান থেকে স্থানীয়দের সহায়তায় মা কে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা কে মৃত ঘোষণা করেন।
জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ তাসনিম জানান, সকাল ৭ টার সময় বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে আসাহয়। তাকে হাসপাতালে আনার পূর্বেই মারা গিয়েছিলেন। তার নাক ও কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছিলো। পুলিশের কাছে ময়না তদন্তের আবেদনসহ লাশ হস্তান্তর করা হয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আমরা ঘাতক মোটর সাইকেল চালক সজিব (২৫) কে আটক করেছি। সজিব মূলনা ইউনিয়নের ২৬পাড়া গ্রামের মোবারক মাদবরের ছেলে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়ায় মামলার প্রস্তুতি চলছে।