শরীয়তপুর প্রতিনিধি ঃ আগামী জাতীয় টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে শরীয়তপুরে ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় জেলা স্বাস্থ্য বিভাগ আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সাংবাদিকদেও নিয়ে প্রেসব্রিফিং করা হয়েছে। সিভিল সার্জন ডাঃ মোঃ রেহান উদ্দিন এর সভাপতিত্বে প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ডাঃ তমাল , ডাঃ অনন্যা ও ইপিআই সুপার মোজাম্মেল হক। এ সময় জেলায় কর্মরত ইলেকট্রনিক,প্রিন্ট মিডিয়ার কমপক্ষে ৩০ জন সাংবাদিক অংশ নেয়।