শরীয়তপুর প্রতিনিধি ঃ জাতীয় শহীদ সেনা দিবস ২০২৫ উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ দুপুর ১২টায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরিন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম,সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোঃ শাহ পরান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল নোমান ,শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমীন,সাংবাদিক আবুল হোসেন সরদার। এ সভায় বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাগন অংশ নেয়। এ সভা শেষে ২০০৯ সালে পিলখানায় নিহত সেনা সদস্য সহ নিহত ৭৪ জনের েিদহী আতœার মাগফেরাত কামনা করে দোয় ও মুনাজাত করা হয়।