শরীয়তপুর প্রতিনিধি ঃ জুলাই গণঅভ্যুথানে শহীদ শরীয়তপুর জেলার শহীদ ১১ পরিবারের কাছে শরীয়তপুর জেলা প্রশাসনের পক্ষথেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। জুলাই ”শহীদ স্মৃতি ফাউন্ডেশন ” শহীদ পরিবারের পাশে দাড়িয়ে ঈদের আনন্দে সামান্য অংশীদার হওয়ার প্রয়াস গ্রহন করে” ইফাদ গ্রæপের” সার্বিক সহযোহিতায় শহীদ রিয়াজুল তালুকদার এর পরিবার, মামুন মিয়ার পরিবার, মোঃ নুরুর পরিবার, রাজিব হোসেন এর পরিবার, মোঃ জোনায়েত হোসেন এর পরিবার, মনোয়ার হোসেন এর পরিবার, মোঃ আল আমিনের পরিবার, বাধন ঢালির পরিবার, দুলাল এম এর পরিবার,ইমন হোসেন াাকাশের পরিবার,ও মোঃ জালাল উদ্দিন এর পরিবারসহ ১১জন শহীদ পরিবারের হাতে ঈদ উপহার প্যাকেট তুলে দেন শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মেফতাহুল হোসেন , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলার আহবায়ক ইমরান আল নাজির।উপহার সামগ্রী গ্রহন করতে এসে কান্নায় ভেঙ্গে পড়েন শহীদ বাধন ঢালির মা বিথী আক্তার, ইমন হোসেন আকাশের মা বেবি আকতার, আল আমিন এর বাবা ইসমাইল মীরমালত ও মামুনের বাবা আঃ গনি মাদবর।