শরীয়তপুর প্রতিনিধি ঃ জুলাই/২৪ গনঅভ্যুথ্যানে শরীয়তপুর জেলার ১৪ জন শহীদ হয়েছিল। এ ১৪ জন শহীদদের ¯œরনে আজ ১৯ জুলাই সকাল ১১টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদমিনার চত্তরে ”এক শহীদ ”এক গাছ” কর্মসূচীর আওতায় ১৪টি নিম গাছের চারা রোপন করা হয়েছে। জেলা প্রশাসক মিজ তাহমিনা বেগম প্রধান অতিথি হিসেবে এ সকল বৃক্ষের চারা রোপন কাজের উদ্বোধন করেছেন। এ সময় তার সাথে ছিলেন শরীয়তপুর জেলার ১ম শহীদ মামুনের মা হেনা বেগম,শহীদ জুনায়েতে এর বাবা মোঃ শাহ আলম, পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম, শরীয়তপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম,(উপসচিব) ডিডিএলজি মোঃ ওয়াহিদ হোসেন (উপসচিব), মোঃ মাহমুদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরুল হাসান অতিরিক্ত জেলা প্রশাসক,অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম হোসাইন (সার্বিক) জেলা পর্যায়ের কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্যগন, গনঅভ্যুথ্যানে আহতরা ও সাংবাদিকগন। এ সময় শহীদ মামুনের মা হেনা বেগম কান্নায় ভেঙ্গে পড়েন। এ ১৯ জুলাই শরীয়তপুরসদর উপজেলার চিকন্দি আবুড়া গ্রামের ”মামুন” রামপুরা এলাকায় এবং নড়িয়া উপজেলার ”জুনায়েত হোসেন” মিরপুর গোল চত্তর এলাকায় গুলীবিদ্ধ হয়ে মারা গেছেন। বৃক্ষরোপন শেষে শহীদরে আতœার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।