ঝ্টকা বিক্রির দায়ে ১ ব্যক্তিকে ১মাওেসর কারাদন্ড,২০ হাজার টাকা জরিমানা
গত শুক্রবার সকাল ৭ টায় মোবাইল কোর্টের মাধ্যমে সদর উপজেলার পালং বাজারে নিষিদ্ধ জাটকা বিক্রয়ের অপরাধে এমদাদুল হক (৪৩) (পিতা: করমালী ব্যাপারী উত্তর পালং বাজার) নামীয় এক ব্যক্তিকে ১ মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভুমি নাফিস এলাহী । এ সময় ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ফাতেমাতুজ জোহরা , শরীয়তপুর সদর। জব্দকৃত আনুমানিক ৫০ কেজি জাটকা সরকারি শিশু পরিবার, সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম ও দুইটি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।