টঙ্গী ইজতেমা ময়দানে হামলাকারী খুনিদের ফাঁসির দাবিতে  শরীয়তপুরে মানববন্ধন

টঙ্গী ইজতেমা ময়দানে হামলাকারী খুনিদের ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

Social Share Now

গত ১৭ ডিসেম্বর গভীররাতে টঙ্গী ইজতেমা ময়দানে মাঠ প্রস্তÍত কাজে অবস্থানরত ঘুমন্ত আলেম ওলামাদে ও তাবলীগি সাধারন সাথীদের উপর সাদপন্থী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে নির্মম ভাবে ৪ জন কে হত্যা ও শত শত তাবলীগের সাথীদের আহত করে। এ হামলাকারী খুনিদের ফাঁসির দাবিতে শরীয়তপুরে তৌহিদী জনতার উদ্যোগে আজ সকাল ১১টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে। এ মানববন্ধনের শত শত আলেম ওলামা অংশ নেয়। মানববন্ধনে বক্তারা ইজতেমায় হামলা কওে আলেম ওলামাদেও শহিদ ও আহত করার নিন্দা জানান। তারা খুনিদেও ফাসি দাবী করে। এ সময় বক্তব্য রাখেন শরীয়তপুর ওলামা পরিষদের সভাপতি মাওলানা আবু বকর,জমিয়তে উলামায়ে ইলাম শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা শফি উল্লাহ, হেফাত ইসলাম শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা সাব্বির আহম্মেদ, তাবলীগ মারকাজ মসজিদের ঈমাম মাওলানা যাইনুল আবেদীন, শরীয়তপুর ওলামা পরিষদের সেক্রেটারী মাওলানা মুইনদ্দিন কাসেমীসহ অনেকে। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্বারকলিপি প্রদান করেছেন।

Leave a Reply