টানা বর্ষনে শরীয়তপুর-নড়িয়ার প্রধান সড়ক ধস, যানচলাচল বন্ধ

টানা বর্ষনে শরীয়তপুর-নড়িয়ার প্রধান সড়ক ধস, যানচলাচল বন্ধ

Social Share Now
টানা তিনদিনের ভারী বর্ষণে শরীয়তপুর-নড়িয়া প্রধান সড়কের প্রেমতলা এলাকায় একটি অংশ ধসে পড়েছে। এতে সড়কটি দিয়ে বন্ধ হয়ে গেছে যানচলাচল।সোমবার দুপুরের পর থেকে সড়ক বন্ধ করে দেয় জেলার সড়ক ও জনপদ বিভাগ। ফলে সড়কটি ব্যবহারকারী ছোট যানবাহনগুলো বিকল্প রুটে চলাচল করছে।
স্থানীয় এবং জেলা সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা যায়, শরীয়তপুর-নড়িয়া সড়কের প্রেমতলা নামক স্থানে দু’পাশের পানি সরানো ও ইরি বøকে পান সরবরাহ দেয়ার জন্য মোট করে একটি পাইপ বসানো ছিল। গত তিনদিনের টানা বৃষ্টিতে পাইপ কালভার্টটি ভেঙ্গে দেবে গিয়ে সড়কে বড় গর্তের সৃষ্টি হয়। পরবর্তীতে দুর্ঘটনা এড়াতে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়।
এ ব্যাপাওে স্থানীয় আবদুল আলি চৌকিদার বলেন, আমাদেও এলাকার পানি নিস্কাশন ও ইরিবøকের পানি সরবরাহের জন্য এ জায়গায় একটি পাইপ বসানো ছিল। ভারী যানবাহন চলাচলের জন্য পাইপটি ভেঙ্গে গেলে রাস্তা দেবে গিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এ ব্যাপারে জেলা সড়ক ও জনপদ বিভাগের উপ-প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, তিনদিনের টানা বৃষ্টিতে সড়কের নিচে আগের বসানো পাইপ কালভার্টটি ভেঙে গেছে। পরে দুর্ঘটনায় এড়াতে যানচলাচল বন্ধ রাখা হয়। একটি বেইলি নির্মাণে কাজ করা হচ্ছে। আগামীকাল সড়ক দিয়ে যানচলাচল স্বাভাবিক হবে।

Leave a Reply