নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল দিয়ে পদ্মা সেতু অতিক্রম কালে খালেদ মাহফুজ (২২) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে সেতুর জাজিরা প্রান্ত থেকে তাকে আটক করা হয়। পরে পদ্মা দক্ষিণ থানায় হস্তান্তর করা হয় ওই যুবককে। খালেদ মাহফুজ নড়াইলের নরাগাতি থানার পানি পারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, সেনাবাহিনীর সদস্যরা একটি মোটরসাইকেল সহ খালেদ মাহফুজকে থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।তিনি আরও বলেন, মাওয়া প্রান্তে টোল না দিয়ে মোটরসাইকেল নিয়ে সেতু অতিক্রম করে জাজিরা প্রান্তে আসেন খালেদ মাহফুজ। জাজিরা প্রান্তে আসলে সেনাবাহিনীর টহল দল তাকে আটক করে। পরে মোটরসাইকেলসহ মাহফুজকে পদ্মা দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়।