প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিস শরীয়তপুরের ব্যবস্থাপনায় ৪ জুন সকাল ১১টায় শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন হাছিনা আক্তার, পরিচালক (প্রচার ও সমন্বয়), গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা। উক্ত মহিলা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনেশ্বর ইউনিয়ন পরিষদ,চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান বাচ্চু, গ্রাম আদালত শক্তিশালীকরণ প্রকল্প ডামুড্যা উপজেলার কো-অর্ডিনেটর উৎপল মন্ডল, কনেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ আনোয়ার হোসেন সরদার,। সাংবাদিক আবুল হোসেন সরদার। এছাড়া কনেশ্বর ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বারবৃন্দ,
স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং, মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহ, সন্ত্রাসবাদ, তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার, নারী শিক্ষা ও জেন্ডার সমতা, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন প্রভৃতি বিষয়ে আলোচনা করেন।