ডামুড্যায় ইয়াবাসহ ব্যবসায়ী আটক

ডামুড্যায় ইয়াবাসহ ব্যবসায়ী আটক

Social Share Now


র‌্যাব-০৮ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার ও স্কোয়াড কমান্ডার তুহিন রেজা এর নেতৃত্বেগত ১ জুলাইু সন্ধ্যা সাড়ে ৬টায় শরীয়তপুর জেলার ডামুড্যা থানাধীন ইসলামপুর ইউপি, ০৪ নং ওয়ার্ড কুতুবপুর সাকিনস্থ “জাব্বার স্টোর” এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী সুলতান শিকদার(৩৫), পিতাঃ নুরুল হক শিকদার সাং-দক্ষিন আটং, থানাঃ পালং জেলাঃ শরীয়তপুর’কে ৬২(বাষট্টি) পিস ইয়াবা ইয়াবাসহ হাতে নাতে আটক করেন। এ সময় আটককৃত মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোটর সাইকেল, ০১টি মোবাইল এবং ০১টি সীমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর জেলার ডামুড্যা থানাসহ বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে ডামুড্যা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে ডামুড্যা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply