ডামুড্যা দুপক্ষের মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে নজরুল ইসলাম মোল্লা নামে বৃদ্ধ নিহত

Social Share Now


শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের ডামুড্যা উপজেলার চরভয়রা গ্রামে দুপক্ষের মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে নজরুল ইসলাম মোল্লা নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম মোল্লা একই এলাকার মৃত মমিন আলি মোল্লার ছেলে। পুলিশ ও স্থানীয় স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চর ভয়রা এলাকার সালামত সরদার ও মিয়া চাঁন সরদারের পরিবারের মধ্যে কথার কাটাকাটি ও পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় তাদের সংঘর্ষ থামাতে প্রতিবেশী নজরুল ইসলাম মোল্লা এগিয়ে আসেন। মারামারির একপর্যায়ে একটি লাঠির আঘাত পেলে মাটিতে লুটিয়ে পড়েন নজরুল ইসলাম। পরে তাকে উদ্ধার করে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

Leave a Reply