ডামুড্যা সাবরেজিষ্ট্রি অফিসের জায়গায় ময়লা আবর্জনা ফেলে দুর্গন্ধ ছড়ানোর অভিযোগ

ডামুড্যা সাবরেজিষ্ট্রি অফিসের জায়গায় ময়লা আবর্জনা ফেলে দুর্গন্ধ ছড়ানোর অভিযোগ

Social Share Now



শরীয়তপুর জেলার অর্ন্তভুক্ত ডামুড্যা সাব-রেজিষ্ট্রি অফিসের জায়গায় ডামুড্যা বাজারের
সকল বাসা বাড়ির ময়লা আবর্জনা ফেলার অভিযোগ পাওয়া গেছে।
ডামুড্যা সাব-রেজিস্ট্রি অফিসের হাবিবুর রহমান ও ফারুক জানান, ময়লা ও আবর্জনা ফেলানোর কারনে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। অফিস চলাকালীন সময়ে সেখানে দুর্গন্ধের কারনে অফিসে কাজ করা খুবই কষ্টকর । দক্ষিনা বাতাসে দুর্গন্ধ অফিসের ভিতরে চলে আসে। এ ব্যাপারে বাজার কতৃপক্ষকে বার বার তাগিদ দেয়ার পরে ও কোন কাজ হয়নি। কেউ এ কথা তোয়াক্কা করছেনা। দীর্ঘ ২/৩ বছর যাবত বাজারের বাসা বাড়ির সমস্ত ময়লা অবর্জনা সাব-রেজিস্ট্রি অফিসের দক্ষিন পাশের খালি জায়গায় ফেলে স্তুপ করেছে। তাদেরকে বাধা দিলে ও বাধা মানছেনা। বাজার কমিটির নেতৃবৃন্দ কে বার বার বলা সত্তে¡ ও তারা কার্য়কর কোন ভুমিকা নেয়নি। ফলে এ জায়গায় দুর্গ›েধর কারনে অফিসে কাজ করা সম্ভব হচ্ছেনা। জরুরী ভিত্তিতে বাজার কর্তপক্ষ ও পৌরসভার পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেয়া প্রয়োজন।
এ ব্যাপারে ডামুড্যা দলিল লেখক কমিটির সাধারন সম্পাদক বলেন, ময়লা আবর্জনার গন্ধে অফিস চলাকালীন কাজ করা কষ্ট কর। লোকজনদের বার বার নিষেধ করার পওে ও তারা মানছেনা। জরুরী ভিত্তিতে ময়লা ফেলানো বন্ধ না হলে দুর্গন্ধের কারনে রোগ বালাই দেখা দিবে।
এ ব্যাপারে ডামুড্যা সাব-রেজিষ্ট্রার শামস জামান রাফী বলেন, দীর্ঘদিন যাবত বাজারের ময়লা আবর্জনা সাবরেজিস্ট্রি অফিসের দক্ষিন পাশের খালি জায়গায় ফেলে স্তুপ করেছে। অফিস চলাকারীন সময়ে দুর্গন্ধের কারনে কাজ করা খুবই কষ্টকর। বার বার তাদেও নিষেধ করার পরেও মানছেনা। এ ব্যাপারে জরুরী ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে ডামুড্যা পৌর মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল বলেন,এ বিষয়টি আমি জানি। অভিযোগ পাওয়ার পর ২বার পরিস্কার কওে দিয়েছি। তার পরে ও লোকজন ঐ জায়গায় রাতের বেলা ময়লা ফেলে দেয়। এ বিষয়টি নিয়ে আমি খুবই বিরক্ত আছি। প্রয়োজনে আবার পরিস্কার করে দিব।

Leave a Reply