ঢাকা বিভাগের ৪০ সাংবাদিকের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালা

ঢাকা বিভাগের ৪০ সাংবাদিকের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালা

Social Share Now
স্টাফ রিপোর্টার ঃ ঢাকা বিভাগের ৪০ সাংবাদিকের অংশগ্রহনে ১৪ ডিসেম্বর সকাল ৯টা
থেকে শুরু করে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সার্টিফিকেট বিতরন করা হয়। ঢাকা বিভাগের ১৪টি জেলা থেকে মোট ৪০ জন বিভিন্ন ইলেকট্রোনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগন এ র্কমশালায় অংশগ্রহণ করেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউিট (নিমকো)-এর উদ্যোগে এবং সুপ্রিমকোর্ট ও ইউএনডিপির যৌথ অংশীদারত্বে ও সুইডনে দূতাবাসের সহায়তায় রাজধানীর গুলশানে ইন্টার ন্যাশনাল হোটেল লেকশোর বেইজমেন্টে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে
নিমকো’র মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান (অতরিক্তি সচবি) এর সভাপতিত্বে এ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থতি ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। ইউএনডিপি বাংলাদেশের জ্যেষ্ঠ উপদেষ্টা (রুল অব ল, জাস্টিস অ্যান্ড সিকিউরিটি) রোমানা শোয়েগার, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরচিালক (প্রশাসন ও উন্নয়ন) মোসাম্মৎ রহিমা আক্তার এবং ইউএনডিপি বাংলাদশেরে হেড অব কমিউনিকেশন মো. আব্দুল কাইয়ূম। তারা গণমাধ্যমকে, বিশেষ করে বিচার বিভাগ সংক্রান্ত সংবাদে সত্য, নির্ভুল ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা বলেন,জাতীয় গণমাধ্যম ইনস্টটিউট সবসময় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইউএনডিপি প্রায় একযুগ ধরে বিচার বিভাগের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি, প্রান্তিক জনগণের ন্যায়বিচার নিশ্চিতে গ্রাম আদালত র্কাযক্রম সম্প্রসারণ, বিচার ব্যবস্থার প্রযুক্তিগত আধুনিকায়ন এবং নারীদের ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিতিকরণ সহ বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করে আসছে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচলক তানয়িা খানের সঞ্চালনায় দিনব্যাপী এই র্কমশালায় আরও উপস্থতি ছিলেন কর্মশালার পরচিালক ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক আইরিন সুলতানা, কর্মশালা সমন্বয়ক ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট সহকারী পরচিালক নাফিস আহমদে।




Leave a Reply