শরীয়তপুর প্রতিনিধি t তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমী মাঠে আজ সকাল ১০টায় বেলুন উড়িয়ে দুইদিন ব্যাপী জেলা কৃষি ঋন মেলা উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। শরীয়তপুর জেলঅ ব্যাংকার্স এসোসিয়েশনের সহযোগিতায় জেলা প্রশাসন শরীয়তপুর এ মেলার আয়োজন করেছেন। কৃষি ব্যাংকের আঞ্চলিক মূখ্য ব্যবস্থাপক মোঃ মেহেদী হাসান এর সভাপতিত্বে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপক আকরাম হোসেন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্তপলিশ সুপার শেখ শরিফুজ্জামান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবু বকর সিদ্দিক, জেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান, বাংলাদেশ ব্যাংক বরিশাল এর উপপরিচালক জিকিরিয়া হেলাল। এ মেলায় বিভিন্ন ব্যাংক, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, পল্লী উন্নয়ন বিভাগ সহ প্রায় ৫০টি স্টল বসেছে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন সহজ শর্তে যাতে কৃষকরা ঋণ পেতে পারে সে ব্যবস্থা করতে সকল ব্যাংক ম্যানেজারদের কে অনুরোধ জানান। জেলা প্রশাসক স্টল গুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন।