দ্বিতীয় দিনে শরীয়তপুরে ৪টি মনোনয়নপত্র বাতিল ৩টি স্থগিত ৩টি বৈধ

দ্বিতীয় দিনে শরীয়তপুরে ৪টি মনোনয়নপত্র বাতিল ৩টি স্থগিত ৩টি বৈধ

Social Share Now
শরীয়তপুর প্রতিনিধি ঃ মনোনয়নপত্র বাছাইয়ের দ্বিতীয় দিনে শরীয়তপুর-২আসনে ৪টি মনোনয়নপত্র বাতিল ৩টি স্থগিত ও ৩টি বৈধ ঘোষনা করা হয়েছে। আজ শৃক্রবার সকাল ১০টায় জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এর সম্মেলন কক্ষে বাছাই করা হয়। বৈধ প্রার্থীরা হলেন বিএনপির সফিকুর রহমান কিরণ,জামাত ইসলামী বাংলাদেশ মাহমুদ হোসেন,বাংলাদেশ জাতীয় পার্টির জসিম উদ্দিন। বাতিল হয়েছে যাদের তারা হলেন স্বতন্ত্র প্রার্থী নাসির বন্দুকচি, ১% ভোটার স্বাক্ষর জাল তালিকা দাখিল,জনতার দলের প্রার্থী পারভেজ মোশারফ স্বতন্ত্র প্রার্থী মোঃ আলমগীর হোসেন,স্বতন্ত্র প্রাথী ফারহানা কাদির রহমান, এদের ১% ভোটার দের স্বাক্ষর জাল ছিল।এ ছাড়া আরো ৩ জনের কাগজপত্র ঘাটতি থাকায় স্থগিত করে জমা দানের সময় দেয়া হয়েছে। এরা হলেন ইসলামী আন্দোলনের ইমরান হোসেন,গনঅধিকারের আকতারুজ্জামান স¤্রাট,খেলাফত আন্দোলনের মাহমুদুল হাচান।

Leave a Reply