নড়িয়ায় গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার

নড়িয়ায় গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার

Social Share Now
শরীয়তপুরের নড়িয়াতে আকলিমা বেগম (৫৫) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার (১৬ জুন) সন্ধ্যায় নড়িয়া পৌরসভার পশ্চিম লোনসিং এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আকলিমা বেগম ওই এলাকার অটোরিকশাচালক কালু মালের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন কালু মাল। তিনি বিকেলে বাসায় ফিরে এলে ঘরের দরজা তালা মারা দেখতে পান। এদিকে দীর্ঘসময় স্ত্রী আকলিমা বেগম না ফেরায় ঘরের দরজা ফাঁক করে স্ত্রীকে মেঝেতে পড়ে থাকতে দেখেন কালু মাল। পরে পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে আকলিমাকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় মরদেহ পাওয়া যায়।
স্থানীয় কাউন্সিলর নড়িয়া পৌর আওয়ামীলীগৈর সভাপতি শহীদুল ইসলাম সরদার বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। ঘরের মধ্যে আকলিমা নামের ওই গৃহবধূর গলাকাটা লাশ পড়েছিল। পুলিশ উদ্ধার করে লাশটি থানায় নিয়ে গেছে।
এ বিষয়ে শরীয়তপুর পুলিশ সুপার মাহবুবুল আলম বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের স্বামী কালু মালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত চলমান রয়েছে।

Leave a Reply