নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারে নগদ অর্থ ও হাইজিন কিট বিতরণ

নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারে নগদ অর্থ ও হাইজিন কিট বিতরণ

Social Share Now
শরীয়তপুর প্রতিনিধি শরীয়তপুর জেলার জঞ্জিরা উপজেলার সত্তার মাদবর কান্দি (মাঝির ঘাট) এলাকায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের মাঝে নগদ অর্থ সহায়তা ও হাইজিন কিট বিতরণ করা হয়েছে।
Emergency Humanitarian Assistance for River Erosion-Affected Communities in Shariatpur প্রকল্পের আওতায়, Start Fund Bangladesh-এর সহায়তায় এবং SDS (Shariatpur Development Society)-এর বাস্তবায়নে এই কার্যক্রম পরিচালিত হয়।
এই উদ্যোগের আওতায় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে বিকাশের মাধ্যমে ৬,০০০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া প্রতিটি পরিবারকে একটি করে ১,৬০০ টাকা মূল্যের হাইজিন কিট দেওয়া হয়, যাতে ছিল—১। গোসলের সাবান – ৫টি (১০০ গ্রাম করে)২। লন্ড্রি সাবান – ৪টি (২০০ গ্রাম করে) ৩। টুথপেস্ট – ২টি (১০০ গ্রাম করে)৪। টুথব্রাশ – ৫টি৫। স্যানিটারি প্যাড – ২ প্যাকেট (প্রতিটিতে ১০টি করে)৬। নখ কাটার যন্ত্র – ১টি৭। চিরুনি – ২টি৮। বালতি – ১টি (১৬ লিটার)৯। মগ – ১টি (১.৫ লিটার)১০। টাওয়েল – ১টি (মাঝারি আকারের)১১। ডিটারজেন্ট পাউডার – ১ কেজি ১২। তোয়ালে – ২টি (ছোট)

Leave a Reply