নরসিংদি থেকে চোরাই হওয়া মোবাইল  সখিপুরে উদ্ধার

নরসিংদি থেকে চোরাই হওয়া মোবাইল সখিপুরে উদ্ধার

Social Share Now



শরীয়তপুরের সখিপুর থানার ওসি মোঃ আসাদুজ্জামান হাওলাদার বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে ৬ মাস পূর্বে নরসিংদি জেলার উত্তর গোরাদিয়া এলাকা থেকে মোশারফ হোসেন নামে এক ব্যক্তির চোরাই হওয়া একটি এনড্রোয়েড ভিভো মোবাইল উদ্ধার করে মোবাইল মালিকের হাতে তুলে দিয়েছেন। গত মঙ্গলবার দুপুরে তিনি মোবাইলটি মোবাইল মালিকের হাতে তুলে দিয়েছেন। মোবাইলটি হাতে পেয়ে মালিক মোশারফ অনেক খুশি হয়েছেন।
তিনি বলেন, পুলিশ আন্তরিক হলে অনেক অসাধ্য কাজ সাধ্য করা সম্ভব । আমার মোবাইলটি পুলিশ আন্তরিক না হলে উদ্ধার করা সম্ভব হতোনা।
সখিপুর থানার ওসি মোঃ আসাদুজ্জামান হাওলাদার বলেন, নরসিদি থেকে গত ডিসেম্বর মাসে মোবাইলটি চুরি হয়েছে। আধুনি পযুক্তি ব্যবহার করে স্থান ও মোবাইলের স্থান চিহ্নিত করা হয়। এরপর মোবাইলটি উদ্ধার করে মালিককে হস্তান্তর করা হয়েছে। এটা আমাদের দায়িত্বেরই অংশ।

Leave a Reply