শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ঘন কুয়াশার মধ্যে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে নড়িয়া উপজেলা পশু হাসপাতালের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি নড়িয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মেছের খাঁর ছেলে এরশাদ খাঁ।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালক একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করেন। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে একটি ট্রলি চলে আসায় তিনিনিয়ন্ত্রন হারিয়ে ফেলেন। ফলে মোটরসাইকেলটি সরাসরি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়ার জন্য ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, সকালবেলা ঘন কুয়াশার কারণে সড়কে দৃষ্টিসীমা খুবই কম ছিল। প্রাথমিকভাবে ধারণা