নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়নের ৩৩ ধামারন ত্রিপল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১মশ্রেণীর মেধাবী ছাত্রি আরমিন আকতার (৭) পানিতে ডুবে মারাগেছে। বুধবার সকুল ছুটির পর বাড়ি ফিরে সে বাড়ির পুকুরে গোসল করতে যায়। সেখানে সে সাতার কাটতে না জানার কারনে পুকুরের পানিতে ডুবে মারা যায়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরমিন আকতার স্থানীয় বিশুগাও গ্রামের মোঃ আক্কাছ ছৈয়ালের একমাত্র মেয়ে। আরমিনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর সংবাদ পেয়ে শত শত লোক তাদের বাড়িতে ভিড় জমায়। তার বাবা মা সন্তানের মৃত্যুতে পাগল প্রায়। শিশুটি যেন জান্নাতবাসি হয় এ জন্য সকলের কাছে দোয়া চায় তার পরিবার।
৩৩ ধামারন ত্রিপল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলু সাচুন্নাহার বলেন, স্কুল ছুটির পরে আরমিন বাড়ি গিয়ে বাড়ির পুকুরে গোসল করতে নেমে সাতার না জানার কারনে পানিতে ডুবে মারা যায। তিনি শিশুটির রুহের মাগফেরাতের জন্য দোয় চান।