নড়িয়ায় মন্দিরে চুরি, মালামাল উদ্ধার ও চোর গ্রেফতার

নড়িয়ায় মন্দিরে চুরি, মালামাল উদ্ধার ও চোর গ্রেফতার

Social Share Now

গত ৯ মার্চ রাত ১১টা থেকে ১০ মার্চ ভোর ৫ ঘটিকার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা চোর নড়িয়া উপজেলার,,,, বাড়ির পারিবারিক মন্দিরের গ্রীল ভেঙ্গে মন্দিরে প্রবেশ করে মন্দিরের মালামাল চুরি করে। এ ঘটনায় নড়িয়া থানায় একটি রুজু করা হয়। মামলাটি তদন্তকালে তদন্ত কারী কর্মকর্তা কতিপয় ব্যক্পতি এ ঘটনায় জড়িত বলে প্রমান পায়।এরা হচ্ছে

মামলাটি তদন্তকালে তদন্তে পলাশ ফকির (১৯) পিতা-আনিস উদ্দিন ফকির, সাং-বৈশাখী পাড়া, থানা-নড়িয়া, জেলা-শরীয়তপুরকে গ্রেফতার করিয়া তাহাকে জিজ্ঞাসাবাদ করিলে সে ঘটনার সহিত জড়িত থাকার কথা স্বীকার করে এবং চোরাই মাল ভাঙ্গাড়ী ব্যবসায়ী ২। শুকুর আলী (৩০) পিতা-মোঃ সিদ্দিক

শেখ, ৩। মোঃ রুপচাদ শেষ কানাই (৩৮) পিতা-মৃত নুর আলী শেখ, উভয় সাং-দড়ি কমলপুর, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া, বর্তমান ঠিকানা- দক্ষিণ গৌরঙ্গ বাজার (রুমান ফকিরের বাড়ী) থানা-নড়িয়া, জেলা-শরীয়তপুরদ্বয়কে গ্রেফতার করে।এর নিকট ৭০০০/- (সাত হাজার) টাকায় বিক্রয় করিয়াছে মর্মে স্বীকার করিলে তাহার দেওয়া তথ্য মতে উল্লেখিত আসামীদের গ্রেফতার করিয়া তাহাদের জিজ্ঞাসাবাদে তাহারা জানায় উক্ত মালামাল তাহারা ক্রয় করিয়া পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় বিক্রয় করিয়াছে। গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্য মতে তাহাদের নিয়ে অভিযান পরিচালনা করে অত্র মামলার ঘটনার সহিত জড়িত অপর আসামী ৪। লোকমান হোসেন (৩৩) পিতা-নুর ইসলাম সরদার, সাং-আমজাদ চৌকিদার কান্দি, ইউপি-নাওডোবা, থানা-পদ্মা সেতু দক্ষিন, জেলা-শরীয়তপুরকে তাহার ভাঙ্গাড়ী ব্যবসার প্রতিষ্ঠান পদ্মা সেতু দক্ষিন খানাধীন আমজাদ চৌকিদার কান্দি থেকে গ্রেফতার করতঃ তাহাকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাহার ভাঙ্গাড়ীর দোকান থেকে চোরাই মাল নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ইং ১৪/০৩/২০২৫ তারিখ ১৬.৫০ ঘটিকার সময় নিন্মোক্ত চোরাই মালামাল জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে ৩ টি পিতলের তৈরী গোপালের ছোট মূর্তি ১ টি পিতলের নিতাই মূর্তি ও ১টি পিতলের গৌর মূর্তি ১ টি পিতলের তৈরী মা কালীর মূর্তি ২ টি পিতলের তৈরী ঘন্টা ২টি কাশার কাশি ও ১টি পিতলের বৃপ্তি ১ টি পিতলের পঞ্চ প্রদীপ ও ০১ টি তামার বাটি ১টি ছোট ও ০১টি বড় তামার শিব কোষ ১টি পিতলের সর্প মূর্তি সম্বলিত পঞ্চ প্রদীপ
১টি ছোট পিতলের ত্রিশুল ও ০১টি ছোট পিতলের প্রদীপ ১ টি ভাজা ৩ টুকরা বিশিষ্ট পিতলের গাছা ১টি পিতলের বিষর্জন ২টি পিতলের জল ঘট ও ০২টি পিতলের আমসরা ১ টি পিতলের সিদুরের কৌটা ২টি পিতলের ও ০১টি তামার তৈরী আসমনের পাত্র ২টি পিতলের শঙ্খ রাখার পাত্র ও ০১টি পিতলের চামচ ১টি পিতলের ধূপকাঠী রাখার পাত্র ১ টি পিতলের জলঘট ও ০১টি পিতলের ছোট গ্লাস ১টি পিতলের ধূপতির ভাঙ্গা অংশ ও ১টি পিতলের প্রদীপের ভাঙ্গা উপরের অংশ। নড়িয়া থানার ওসি মোঃ আসলাম উদ্দিন এ খবর নিশ্চিত করেছেন।

Leave a Reply