পদ্মার পানি শরীয়তপুরে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত

পদ্মার পানি শরীয়তপুরে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত

Social Share Now


এক টানা বৃষ্টি ও জোয়ারে পদ্মা নদীর পানি বেড়েই চলেছে। শরীয়তপুরে পদ্মার পানি বিপৎসীমার ওপর প্রবাহিত হচ্ছে। তবে জেলায় এখন পর্যন্ত কোনো গ্রাম পানিতে প্লাবিত হয়নি। শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, গত দুই সপ্তাহ যাবত পদ্মা নদীর পানি সুরেশ্বর পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিদিনই পদ্মায় পানি বেড়েই চলছে। পানি উন্নয়ন বোর্ড গেজ রিডার শিল্পী বলেন, মঙ্গলবার সকাল ৯টায় সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুপুর ১২টায় ছিল ৯ সেন্টিমিটার উপর দিয়ে।এদিকে গত দুদিন ধরে জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার একটানা সকাল থেকে সারাদিন প্রবল বৃষ্টি হচ্ছে। এতে জনজীবনে থমকে পড়েছে কেউ ঘর থেকে বের হয়ে কোন কাজ করতে পারছেনা। বিশেষ করে শ্রমজীবি মানুষের জন্য হয়েছে অনেক কষ্ট।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবিব বলেন গত দু সপ্তাহ যাবত পদ্মার পানি বেড়ে চলেছে। এতে করে পদ্মানদীর পানি সুরেশ্বর পয়েন্টে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।তবে কোন গ্রাম প্লাবিত হয়নি।

Leave a Reply