পদ্মাসেতুর উদ্বোধনে  শরীয়তপুর থেকে আওয়ামীলীগের ২ লাখ নেতাকর্মী যোগ দেবেন

পদ্মাসেতুর উদ্বোধনে শরীয়তপুর থেকে আওয়ামীলীগের ২ লাখ নেতাকর্মী যোগ দেবেন

Social Share Now


কাল ২৫ জুন শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন স্বপ্নের পদ্মাসেতু। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দঅর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবায়ন হবে ।তাই শরীয়তপুর জাজিরা প্রান্ত সংলগ্ন মাদারীপুরের শিবচরের কাঠালবাড়ি ঘাটে আয়োজিত হচ্ছে বিশাল জনসভা।সেতুর আদলে করা এ জনসভার পার্শ্বেই থাকবে একটি সুসজ্জিত নৌকা।দেখলে মনে হবে সেতুর পাশ দিয়ে বিশাল নৌকা চলছে। এ জনসবায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যরাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।জনসভায় যোগ দেবেন শরীয়তপুরের আওয়ামীলীগের অন্তত ২ লাখ নেতাকর্মীসহ সাধারন জনসাধারন। জনসভা সফল করতে শরীয়তপুরের জেলা শহর ও ৬টি উপজেলা থেকে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন। পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে শরীয়তপুরের বিভিন্ন এলাকা ঘুরে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেও এসব তথ্য জানা গেছে। তাদের তথ্যমতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিতব্য জনসভায় আগমনকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে শরীয়তপুর শহরসহ ৬টি উপজেলা। শরীয়তপুরে ও বইছে উৎসবের আমেজ।এ যেন ঈদের আনন্দের চেয়ে বেশী। জাজিরা প্রান্তে সেতুর গোড়ায় টোল প্লাজার নিকট ফলক উন্মোচন করে পদ্মাসেতুর উদ্বোধন ও মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ফেরিঘাট এলাকায় আওয়ামীলীগের জনসভা সফল করতে শরীয়তপুর জেলা শহরে রং বেরংয়ের কয়েক হাজার ব্যানার-ফেস্টুন, বিলবোর্ড ঝুলানো হয়েছে।
শরীয়তপুর-ঢাকা এবং শরীয়তপুর-চাঁদপুর সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে নির্মিত হয়েছে সহস্রাধিক তোরণ। স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপজেলা চেয়ারম্যান,মেয়র ,ইউপি চেয়ারম্যান গন দায়িত্বে এসব বিলবোর্ড, তোরণ নির্মাণ করা হয়েছে। জনসভায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার দশ লাখেরও বেশি মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। আওয়ামীলীগের দলীয় সূত্রে জানাগেছে, শরীয়তপুর থেকে প্রায় দুই লাখ আওয়ামী লীগ নেতাকর্মী ২৫ জুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে রঙ্গিন পোশাক পরে কেউ বা ছবি সম্বলিত টিশার্ট পরে সমাবেশস্থলে যাবেন।ইতোমধ্যে এ সব পোষাক নেতাকর্মীদের মধ্যে সরবরাহ করা হয়েছে।
শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপুর নেতৃত্বে শরীয়তপুর জেলা সদর এবং জাজিরা থেকে প্রায় ৫০টি বাস, সাত হাজার মোটরসাইকেল এবং শতাধিক ট্রাক নিয়ে এক লাখ নেতাকর্মী রঙিন পোশাক ও টুপি পরে জনসভাস্থলে যাবেন। ঐদিন সকাল ৬টায় শরীয়তপুর থেকে নেতাকর্মী নিয়ে জনসভার উদ্দেশ্যে রওনা করবেন। এ সকল নেতাকর্মীদের খাবারের ব্যবস্থা ও করেছেন তিনি। এসব শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের নির্দেশনা ও ব্যবস্থাপনায় জেলার নড়িয়া উপজেলা ও সখিপুর থানা থেকে ১২টি বিলাসবহুল লঞ্চ ও সুসজ্জিত পালতোলা নৌকাসহ ৩শটি ট্রলার প্রায় পঞ্চাশ হাজার নেতাকর্মী রঙ্গিন পোশাক ও ক্যাপ পরে জনসভায় অংশ নেবেন। সকাল ৮টার মধ্যেই তারা সেখানে উপস্থিত হবেন। নেতাকর্মীদের খাবারের ব্যবস্থা করেছেন উপমন্ত্রী এনামুল হক শামীম। নড়িয়া পৌর মেয়র এড.আবুল কালঅম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
শরীয়তপুর-৩ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য নাহিম রাজ্জাকের নেতৃত্বে গোসাইরহাট, ডামুড্যা, ভেদরগঞ্জ উপজেলা ৬টি বিলাসবহুল লঞ্চ ও ৫০টি বাস এবং ট্রাক নিয়ে সকাল ৬টার মধ্যেই পদ্মা সেতুর উদ্বোধনী স্থান ও জনসভাস্থলে যাবেন ৫০ হাজার নেতাকর্মী। তাদের শরীরেও থাকবে রঙ্গিন পোশাক। নাহিম রাজ্জাক নেতাকর্মীদের খাবারের ব্যবস্থা করছেন।
শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতায় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে। আর এ সেতুর উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিতব্য জনসভা সফল করতে শরীয়তপুর জেলা থেকে প্রায় দুই লাখ মানুষ নিয়ে আমরা জনসভায় অংশ নেব।

Leave a Reply