পদ্মা সেতুর জনসভায় নেই উপমন্ত্রী শামীমসহ ৩ সংসদ সদস্য

পদ্মা সেতুর জনসভায় নেই উপমন্ত্রী শামীমসহ ৩ সংসদ সদস্য

Social Share Now


২৫ জুন শনিবার বাঙালি জাতির জন্য এমন এক মাহেন্দ্রক্ষণ, যা ভুলতে পারবেন না কেউ। সকালে পদ্মা সেতুর উদ্বোধনের পর মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ীর সমাবেশস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সেখানেই নেই শরীয়তপুরের তিনটি আসনের তিন সংসদ সদস্য। নেই আরও দুই নেতা।করোনা শনাক্ত হওয়ায় এ পাঁচ নেতা ইতিহাসের সাক্ষী হতে পারেননি। জানা গেছে, বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে আওয়ামী লীগের নেতাকর্মীসহ লাখো মানুষ জনসভাস্থলে পৌঁছেছেন। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-২ আসনের সাংসদ ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, শরীয়তপুর-৩ আসনের নাহিম রাজ্জাক জনসভায় যোগ দিচ্ছেন না। করোনার কারণে জনসভায় যোগ দিতে পারছেন না শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ও জেলা আ. লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে। সামাজিক যোগাযোগ-মাধ্যম ফেসবুকে নিজেদের ব্যক্তিগত আইডি থেকে করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন সংসদ সদস্যরা। আর মোবাইল ফোনে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিএম মোজাম্মেল হক ও অনল কুমার দে।

Leave a Reply