আগামী ২৫ জুন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করা হবে। এ উপলক্ষে ১০১টি সাইকেল নিয়ে সেতুর জাজিরা প্রান্ত পর্যন্ত এক র্যালির আয়োজন করা হয়েছে।বুধবার (২২ জুন) বেলা সাড়ে ১২টার দিকে শরীয়তপুর শহরের বঙ্গবন্ধু চত্ত্বর থেকে এ যাত্রা শুরু হয়।এ কর্মসূচির আয়োজন করেছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। আর তার ছেলে দানিব বিন ইকবাল (আদর) ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফাহাদ হোসেন তপুর নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।