পাউবি ফরিদপুর জোনের প্রধান প্রকৌশলীর শরীয়তপুরে  নদী তীর সংরক্ষণ কাজ পরিদর্শন

পাউবি ফরিদপুর জোনের প্রধান প্রকৌশলীর শরীয়তপুরে নদী তীর সংরক্ষণ কাজ পরিদর্শন

Social Share Now


পানি উন্নয়ন বোর্ড ফরিদপুর জোনের প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল হান্নান শরীয়তপুরের নড়িয়া উপজেলার চলমান নদী তীর সংরক্ষণ কাজ সহ জেলার বিভিন্ন স্থানের কাজ পরিদর্শন করেছেন। বুধবার তিনি এসব কাজ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহিদুল আলম, শরীয়তপুর পাউবি নির্বাহী প্রকৌশলী এস, এম আহসান হাবীব প্রমূখ। এছাড়াও প্রধান প্রকৌশলী শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে চলমান নদী তীর সংরক্ষণ কাজ, ভেদরগঞ্জ উপজেলার মনাই হাওলাদার ও তারাবুনিয়া এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের নির্দেশে গুনগতমান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সমাপ্তির নির্দেশ প্রদান করেন। এ ছাড়াও ভাংগন কবলিত এলাকায় জরুরী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। তিনি ভাংগন কবলিত এলাকার লোকজনদের সাথে মতবিনিময় করেন এবং দ্রæত স্থায়ী সমাধানের জন্য প্রকল্প গ্রহণের আশ্বাস দেন।

Leave a Reply