১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীতে ন্যাশনাল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারপার্সন পারভিন হক সিকদার এমপি এর ব্যক্তিগত আয়োজনে ন্যাশনাল ব্যাংক শরীয়তপুর শাখায় সোমবার দুপুরে এক দেয়া মাহফিল ও গনভোজের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি ন্যাশনাল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারপার্সন পারভিন হক সিকদার এমপি দোয়া মাহফিলে অংশ নিয়ে গরীব দূঃখী মেহনতি মানুষের মধ্যে খাবার বিতরন করেন। এ সময় তার সাথে ছিলেন ন্যাশনাল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারপার্সন পারভিন হক সিকদার এমপি’র স্বামী মোঃ সালাহ উদ্দিন খান, ন্যাশনাল ব্যাংক শরীয়তপুর শাখা ব্যবস্থাপক মোঃ আকরাম হোসেন,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের শরীয়তপুর জেলা শাখার সভাপতি স্বজল সিকদার,স্থানীয় মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা কর্মচারীগন।