পৃথিবীর কোন শক্তি নেই  এ নির্বাচন ঠেকাতে পারবে  -প্রধান  উপদেষ্টার প্রেস সচিব

পৃথিবীর কোন শক্তি নেই এ নির্বাচন ঠেকাতে পারবে -প্রধান উপদেষ্টার প্রেস সচিব

Social Share Now

শরীয়তপুর প্রতিনিধি ঃ উপদেষ্টার প্রেস সচিব মোঃ শফিকুল আালম বলেছেন পৃথিবীর কোন শক্তি নেই এ নির্বাচন ঠেকাতে পারবে। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধির আগ্রহে আছে। কোন ধরনের কোন কিছুই চ্যালেঞ্জ নয়। যারা আইন শৃংখলার অবনতি করবে বা চেষ্টা করবে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। গতকালকে ও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, আমি নড়িয়াতে আসছি । বিভিন্ন জায়গায় পোষ্টার ব্যানারে সয়লাব হয়ে গেছে । মানুষ স্বৈরাচারের সাড়ে ১৫ বছর একটা ভাল ইলেকশন পায়নি। মানুষ একটা ভাল ইলেকশন চায়। সে জন্য সবাই ওয়েট করছে। আর যারা পতিত স্বৈরাচারের পার্টি তারাতো তাদের নিজেদের নির্বাচন থেকে আউট করে দিয়েছে। একটি পলেটিক্যাল পার্টির মেইন আইডেনটিটি হচ্ছে সে পোটেষ্ট করবে পিসপুল্লি বা শান্তি পূর্নভাবে। তারা কি করেছে। তার পিচফুল্লি না করে তারা তাদের সরকার ও কর্মীরা রাইফেল পিস্তল নিয়ে নেমেছে বাচ্চা বাচ্চা ছেলেদের খুন করার জন্য। এ নেশায় মগ্ন হয়ে গিয়েছিল \ তারা ভেবে ছিল আমরা অনেক লোককে খুন করলে এরা ১৫ বছর যেমন চুপ ছিল আরো ১৫ বছর চুপ থাকবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেছেন। সাংবাুিদকরা দুইজন উপদেষ্টার পত্যাগের গ্রহন করা বিষয়ে পূর্বে প্রেস সচিব এরম মন্তব্য নিয়ে প্রশ্ন করেন ,প্রেস সচিব বলেছিলেন পদত্যাগপত্র জমার তিনি বলেছেন এটা প্রধান উপদেষ্টা বলেছেন তফসিল ঘোষনার পর কার্যকর হবে। এ ছাড়া তফসিল ঘোষনার পরপর ই রাষ্ট্রপতি পদত্যাগের ঘোষনা বিভিন্ন মিডিয়ায় আসছে এতে কি নির্বাচনে কোন প্রভাব পড়বে কিনা। তিনি বলেছেন কোন প্রভাব পড়বে না। কেন পদত্যাগের কথা বলেন রাস্ট্রপতি সেটা তার কাছে জানতে পারেন। আরেক প্রশ্নে জানতে চায় আওয়ামীলীগ নির্বাচন বানচাল করতে চায় ,তারা নানা কর্মসূচী দিচ্ছে এটা কিভাবে দেখছেন। তিনি বলেন বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধির আগ্রহে আছে। কোন ধরনের কোন কিছুই চ্যালেঞ্জ নয়। নির্বাচন হবে। কেউ বানচালের চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। সাংবাদিকরা জানতে চায় তারেক রহমান এখনো ভোটার হয়নি দেশে আসেননি তফসিল হয়ে গেছে। এখন কি সে ভোটার হওয়ার কোন সুযোগ আছে ? বলেন এটা নির্বাচন কমিশন বলতে পারবে। এ সময় তার সাথ ছিলেন তিনি আজ সকাল ১১টায় শরীয়তপুরের নড়িয়ায় ঐতিহাসিক সুরেশ্বও দরবার শরীফে মাজার জিয়ারত শেষে সাংবাকিদের প্রশ্নর জবাবে এ সব কথা বলেছেন। এ সময় তার সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইমরুল হাসান,নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল কাইউম, ওসি মোঃ বাহার মিয়া সহ তার ব্যক্তিগত সরকারী কর্মকর্তাগন।

Leave a Reply