প্রস্তাবিত ফরিদপুর বিভাগ হতে শরীয়তপুর জেলার নাম বাদ দেয়ার দাবীতে শরীয়তপুরে বিক্ষোভ

প্রস্তাবিত ফরিদপুর বিভাগ হতে শরীয়তপুর জেলার নাম বাদ দেয়ার দাবীতে শরীয়তপুরে বিক্ষোভ

Social Share Now
প্রস্তাবিত ফরিদপুর বিভাগ থেকে শরীয়তপুর জেলার নাম বাদ দেয়ার দাবীতে আজ সোমবার দুপুওে শরীয়তপুরের সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে ”জাগো শরীয়তপুর” ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করে । মিছিলটি শরীয়তপুরের চৌরঙ্গী মোড় থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের নিকট একটি স্বারকলিপি দাখিল করেন। এ সময় জেলা ছাত্রদল, জেলা ছাত্রশিবির, গন অধিকার পরিষদ, এনসিপিসহ সমমনা দলের নেতা কর্মীগন অংশ নেয়। তাদের একটাই দাবী ”জাগো জাগো” শরীয়তপুর, যাবোনাগো ফরিদপুর । ঢাকায় আছি ঢাকায় থাকবো। তারা ফরিদপুর যেতে চায় না,ঢাকায় থাকতে চায়। তাদেরকে ফরিদপুর বিভাগের সাথে অর্ন্তভুক্ত করলে বাদ দেয়ার জন্য বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হুমকি দেন বিক্ষাভকারীরা।

Leave a Reply