বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শরীয়তপুর জেলা বিএনপির শোক
শরীয়তপুর প্রতিনিধি \ বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি বিএনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ সফিকুর রহমান কিরণ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু শোক জানিয়েছেন। তারা দুজনেই আলাদা আলাদা ভাবে বিবৃতি দিয়ে বলেছেন বাংলাদেশের গনতন্ত্রের জননী ,আপোষহীন নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়া মৃত্যুতে দেশ ও জাতি একজন মহান অভিভাবক কে হারালো। তাঁর এ শূন্যতা অপূরণীয় । আমরা তাঁর বিদেহী আতœার মাগফেরাত কামনা করছি।পরম করুণাময়ের কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন তাকে বেস্তের সর্বেচ্চ মাকাম দান করেন। পাশাপাশি তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। আল্লাহ পাক যেন শোক সন্তপ্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য্য ধারন করার তৌফিক দান করেন। উল্লেখ থাকে যে বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ঢাকাস্থ এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তোকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।