শরীয়তপুর প্রতিনিধিঃ ২০২৪ সালের জুলাই ও আগষ্টের বৈষম্য বিরোধী ছাত্র -জনতার গনঅভ্যুথ্যানে নিহত ও আহতদের পরিবারের সহিত শরীয়তপুর জেলা প্রশাসকের মতবিনিময় সভা আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম, সিভিল সার্জন আবুল হাদি মোহাম্মদ শাহ পরান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)সাদিয়া জেরিন । আর্দোলনে নিহত রাজনের মা, ইমনের মা, আয়না ঘরে বন্ধি ছাত্রনেতা আতিকুর রহমান রাসেলের বাবা সাংবাদিক আবুল হোসেন, জামাত নেতা মাওলানা খলিলুর রহমান সহ আহত পরিবারের সদস্যগন। এ সভায় বিভিœ বিভাগীয় কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকগন উপস্থিত ছিলেন। এ সময় আন্দোলনে নিহত রাজনের মা ও ইমনের মায়ের সন্তানহারা আহাজারি শুনে সভায় উপস্থি সকলের চোখে পানি আসে। সভাস্থলে নিস্তব্দ হয়ে যায়। জেলা প্রশাসক নিহত ও আহতদেও সরকারের পক্ষে সাধ্যমত সার্বিক সহায়তা দেয়া ও আহতদেও চিকিৎিসা নিশ্চিত করার আশাস সহ সকল আইনের সহায়তার আশ্বাস দেন।